Ajker Patrika

সৈয়দপুর ১৪টি কলেজের মধ্যে ৮টিতেই নেই অধ্যক্ষ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫: ০২
সৈয়দপুর ১৪টি কলেজের মধ্যে ৮টিতেই নেই অধ্যক্ষ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে আটটিতেই অধ্যক্ষ নেই। চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। এর মধ্যে রয়েছে তিনটি ডিগ্রি ও পাঁচটি সংযুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলেজ। দীর্ঘদিন ধরে ওই সব প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদ শূন্য থাকলেও নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, উপজেলায় কলেজ রয়েছে ১৪টি। এর মধ্যে রয়েছে ৩টি ডিগ্রি ও ১১টি সংযুক্ত উচ্চমাধ্যমিক কলেজ। এগুলোর মধ্যে উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ সৈয়দপুর সরকারি কলেজ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। সরকারিকরণ হয় ২০১৮ সালে। বর্তমানে কলেজটিতে পাঁচটি বিষয়ে অনার্স চালু রয়েছে। এই কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ২০১৭ সালের ১৪ জুন অবসরে যান। তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজটিতে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. সাখাওয়াৎ হোসেন খোকন। তিনি অবসরে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান উপাধ্যক্ষ নার্জিজ বানু।

পরে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন বিসিএস শিক্ষা ক্যাডার আব্দুল মান্নান। মাত্র দেড় বছর না যেতেই তিনিও বদলি হয়ে অন্যত্র চলে যান। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান। এ ছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন কলেজের বাংলা বিষয়ের শিক্ষক সাবিনা সালাম এবং কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন অরুণ কুমার দাস। গত কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজ দুটি।

অন্যদিকে, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে মো. শফিয়ার রহমান, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজে সিনিয়র সহকারী শিক্ষক মো. রাজিব উদ্দিন বাবু, লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম রেজা, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক কাজী মো. মাসুম ও সাতপাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. লতিফুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভারপ্রাপ্ত অধ্যক্ষরা বলেন, ‘করোনা মহামারিসহ নানা কারণে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে শিগগির নিয়োগ কার্যক্রম শুরু হবে। 

সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ও উচ্চ মধ্যমিক শাখা) রেহেনা ইয়াসমিন বলেন, অধ্যক্ষ পদে নিয়োগ দেয় প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ। তাই এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আর কলেজের বিষয়টি সরাসরি দেখে রংপুর বিভাগীয় শিক্ষা অফিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত