চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী থানায় পাসপোর্টের প্রত্যয়নপত্র আনতে গিয়ে নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এক যুবককে আটক করে পুলিশ। তবে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার চিলমারী মডেল থানায় এ ঘটনা ঘটে।
আসামি হিসেবে আটক মো. মাঈদুল ইসলাম (৩৫) বৈলমনদিয়ারখাতা গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি আজ পাসপোর্টের প্রত্যয়নপত্র নিতে গেলে যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে আটক করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার।
এদিকে মূল আসামি একই এলাকার আ. ছাত্তার আলীর ছেলে মাঈদুল ইসলাম। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী বলে তাঁর স্ত্রী হাসিনা বেগম জানিয়েছেন। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে হাসিনা বেগম বাদী হয়ে ২০১৬ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় ২০১১ সালে মাঈদুল ইসলামের দুই বছরের সাজা হয়।
চিলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকিউল ইসলাম বলেন, তিনি থানায় গিয়ে মুচলেকা দিয়ে আটক মাঈদুলকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মালার বাদী হাসিনা বেগম (হাসি) বলেন, ‘আমি যে মাইদুলের নামে মামলা করেছি সে সৌদিতে থাকে। আমার সন্তানের বাবা সে। ১২ বছর আগে মামলা করেছিলাম। আমি শুনেছি কয়েক দিন আগে দেশে এসে আবার সৌদিতে চলে গেছে। মাইদুল ইসলাম নামে কে আটক হয়েছে তা আমি জানি না।’
আটককৃত যুবক মাঈদুল ইসলাম বলেন, ‘আমি বিয়ে করেছি ২০১৭ সালে। আর যে মামলায় আটক করা হয়, সেই মামলা হয়েছে ২০১১ সালে। আমার নামে থানা কিংবা আদালতে কোনো মামলা নাই। নামের মিল থাকায় না জেনে শুনে পুলিশ আটক করলে আমি অবাক হই। পুলিশ আমার চার ঘণ্টা সময় নষ্ট করেছে যেটা কারও কাম্য নয়। এতে প্রচণ্ড অপমানিত বোধ করছি।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি আর ওই ব্যক্তির নাম এক হওয়ায় মাঈদুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় তিনি আসামি নন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী থানায় পাসপোর্টের প্রত্যয়নপত্র আনতে গিয়ে নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এক যুবককে আটক করে পুলিশ। তবে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার চিলমারী মডেল থানায় এ ঘটনা ঘটে।
আসামি হিসেবে আটক মো. মাঈদুল ইসলাম (৩৫) বৈলমনদিয়ারখাতা গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি আজ পাসপোর্টের প্রত্যয়নপত্র নিতে গেলে যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে আটক করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার।
এদিকে মূল আসামি একই এলাকার আ. ছাত্তার আলীর ছেলে মাঈদুল ইসলাম। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী বলে তাঁর স্ত্রী হাসিনা বেগম জানিয়েছেন। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে হাসিনা বেগম বাদী হয়ে ২০১৬ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় ২০১১ সালে মাঈদুল ইসলামের দুই বছরের সাজা হয়।
চিলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকিউল ইসলাম বলেন, তিনি থানায় গিয়ে মুচলেকা দিয়ে আটক মাঈদুলকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মালার বাদী হাসিনা বেগম (হাসি) বলেন, ‘আমি যে মাইদুলের নামে মামলা করেছি সে সৌদিতে থাকে। আমার সন্তানের বাবা সে। ১২ বছর আগে মামলা করেছিলাম। আমি শুনেছি কয়েক দিন আগে দেশে এসে আবার সৌদিতে চলে গেছে। মাইদুল ইসলাম নামে কে আটক হয়েছে তা আমি জানি না।’
আটককৃত যুবক মাঈদুল ইসলাম বলেন, ‘আমি বিয়ে করেছি ২০১৭ সালে। আর যে মামলায় আটক করা হয়, সেই মামলা হয়েছে ২০১১ সালে। আমার নামে থানা কিংবা আদালতে কোনো মামলা নাই। নামের মিল থাকায় না জেনে শুনে পুলিশ আটক করলে আমি অবাক হই। পুলিশ আমার চার ঘণ্টা সময় নষ্ট করেছে যেটা কারও কাম্য নয়। এতে প্রচণ্ড অপমানিত বোধ করছি।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি আর ওই ব্যক্তির নাম এক হওয়ায় মাঈদুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় তিনি আসামি নন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
১৩ মিনিট আগেজাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
২৫ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটে জমি হালচাষ করার সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
৩০ মিনিট আগে