Ajker Patrika

বিপৎসীমায় তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ কপাট

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৬: ৩২
Thumbnail image

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ফলে ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছেন ব্যারাজ কর্তৃপক্ষ। 
 
আজ শনিবার দুপুর ১২টা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। 

এর আগে শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 

পানি উন্নায়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এতে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 
 
এ বিষয়ে ডালিয়া পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা আজকের পত্রিকা বলেন, ‘তিস্তা নদীর পানি শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। সকালে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত