Ajker Patrika

নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়। 

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত