বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। আজ রোববার শহরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা। পরে কৃষকেরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে তাঁরা উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে তালা ঝুলিয়ে দিলে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।
আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, সুন্দর রায়, কৃষক রেজাউল ইসলাম, আলু ব্যবসায়ী কছিম উদ্দিন, ব্যবসায়ী ইরফান আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মানিক হোসেন প্রমুখ।
আলুচাষি কছিম উদ্দিন বলেন, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হিমাগার মালিকপক্ষ আলুর বস্তা সংরক্ষণে একচেটিয়া মুনাফা করেছেন।
সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি। তাই আজ রাস্তায় নেমেছি।’
কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। আজ রোববার শহরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা। পরে কৃষকেরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে তাঁরা উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে তালা ঝুলিয়ে দিলে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।
আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, সুন্দর রায়, কৃষক রেজাউল ইসলাম, আলু ব্যবসায়ী কছিম উদ্দিন, ব্যবসায়ী ইরফান আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মানিক হোসেন প্রমুখ।
আলুচাষি কছিম উদ্দিন বলেন, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হিমাগার মালিকপক্ষ আলুর বস্তা সংরক্ষণে একচেটিয়া মুনাফা করেছেন।
সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি। তাই আজ রাস্তায় নেমেছি।’
রাজবাড়ীতে সাংবাদিক আহসান হাবীব টুটুলকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিববার। আজ শুক্রবার সাংবাদিক টুটুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
১৫ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় আহত অটোরিকশার চালক মুক্তার হোসেন (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে স্বামী, স্ত্রী, ছেলেসহ একই পরিবারের তিনজন এবং অপর এক যাত্রী নিহত
১৮ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার জামিরাপাড়া গ্রামে আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরব আলী ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে।
৩১ মিনিট আগেচট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে