ঠাকুরগাঁও প্রতিনিধি
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
তবে ইউএনও কার্যালয়ে না থাকায় বিকেলে পরিবারগুলো ফিরে যায়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দুই মাস ধরে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় নুর ইসলাম ভান্ডারী নামের এক ব্যক্তি ও তাঁর লোকজন তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন।
পরিবারগুলোর সদস্যরা আরও অভিযোগ করেন, আজ সকালে নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মী হাঁসদা নামের এক নারীর শ্লীলতাহানি ঘটান। এরপর লক্ষ্মীর মেয়েকে মারধর করা হয়।
স্থানীয় আনিসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, গ্রামটি মূলত সাঁওতালদের ছিল। নানা প্রতিকূলতায় টিকতে না পেরে এখন মাত্র সাত-আটটি পরিবার টিকে আছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আয় বাড়াতে একটি করাতকল রয়েছে। সেটি ভাড়া নেন নুর ইসলাম ভান্ডারী। করাতকলের সদস্য মেনোকা সরেনের অভিযোগ, নুর ইসলাম ভাড়ার টাকা দেন না। টাকা চাইতে গেলে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করেন। ভাড়ার টাকা চাওয়াতেই আজ তাঁর বোনের ওপর হামলা হয়েছে।
তবে নুর ইসলাম ভান্ডারী অভিযোগ অস্বীকার করে বলেন, সাঁওতালরা বাড়িতে মদ বিক্রি করে। তিনি এর প্রতিবাদ করেছেন।
এ বিষয়ে কথা বলতে ইউএনও খাইরুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, তিনি সরকারি কাজে রংপুরে আছেন। বিষয়টি তিনি দেখছেন।
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
তবে ইউএনও কার্যালয়ে না থাকায় বিকেলে পরিবারগুলো ফিরে যায়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দুই মাস ধরে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় নুর ইসলাম ভান্ডারী নামের এক ব্যক্তি ও তাঁর লোকজন তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন।
পরিবারগুলোর সদস্যরা আরও অভিযোগ করেন, আজ সকালে নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মী হাঁসদা নামের এক নারীর শ্লীলতাহানি ঘটান। এরপর লক্ষ্মীর মেয়েকে মারধর করা হয়।
স্থানীয় আনিসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, গ্রামটি মূলত সাঁওতালদের ছিল। নানা প্রতিকূলতায় টিকতে না পেরে এখন মাত্র সাত-আটটি পরিবার টিকে আছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আয় বাড়াতে একটি করাতকল রয়েছে। সেটি ভাড়া নেন নুর ইসলাম ভান্ডারী। করাতকলের সদস্য মেনোকা সরেনের অভিযোগ, নুর ইসলাম ভাড়ার টাকা দেন না। টাকা চাইতে গেলে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করেন। ভাড়ার টাকা চাওয়াতেই আজ তাঁর বোনের ওপর হামলা হয়েছে।
তবে নুর ইসলাম ভান্ডারী অভিযোগ অস্বীকার করে বলেন, সাঁওতালরা বাড়িতে মদ বিক্রি করে। তিনি এর প্রতিবাদ করেছেন।
এ বিষয়ে কথা বলতে ইউএনও খাইরুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, তিনি সরকারি কাজে রংপুরে আছেন। বিষয়টি তিনি দেখছেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে
৪ মিনিট আগেপ্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধের পর আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা পুলিশ পাহারায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে থেকে বের হন। তবে প্রধান সড়কে তাঁদের গাড়িবহর উঠতেই বাইরে থাকা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের তাঁদের আটকে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হন তাঁরা।
১০ মিনিট আগেমাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষক মাহরীন চৌধুরী তাঁর নিজ গ্রামে শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। আজ মঙ্গলবার নীলফামারীর ডিমলায় ওই শিক্ষকের গ্রামের লোকজনের কাছে এ কথা জানা যায়।
১১ মিনিট আগেগয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সবাই আমরা শোকাহত, কোনো ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। মৃত্যু মনে হয় ২৭ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে, তারাও সুস্থ জীবন যাপন করতে পারবে না। যে শিশুরা মরে গেল, তাদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করব?’
৩০ মিনিট আগে