Ajker Patrika

পূজার ফুল আনতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পূজার ফুল আনতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পূজার ফুল আনতে গিয়ে পুকুরে ডুবে সুরেন্দ্রনাথ রায় (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফুলখাঁর চাকলা বিলের পুকুর থেকে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের বাসিন্দা। 

চাকিরপশার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে পূজার ফুল সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন সুরেন্দ্রনাথ। এরপর দুপুর পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারে সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলখাঁর চাকলা বিলের পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। 

এরপর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে সৎকার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত