রংপুর প্রতিনিধি
চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। কিন্তু সকাল থেকেই রংপুরের আকাশ মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।
জেলার পীরগাছা উপজেলার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৭২ জন। এই ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে পাঁচ ভাগ। তবে লাইনে কোনো ভোটার নেই।
কথা হয় দশগাঁও গ্রামের গৃহবধূ নাজমিন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘আগের মতোন ভোটের আমেজ নাই। গ্রামের মহিলারা দল বান্ধি ভোট দিবার আসছিনো, লাইনোত জায়গায় আছল না। এ্যালা একলাই আসি ভোট দিনু। মুই ছাড়া এটে আর কাকও দেখছু না।’
পীরগাছার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং মঈনুল হোসেন চৌধুরী বলেন, একে তো সকাল, তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত পাঁচ ভাগ ভোট পড়েছে। আবহাওয়া ভালো হলে দুপুরের পর থেকে ভোটার উপস্থিত বাড়বে।
পাশের মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও অলস সময় পার করছেন পুলিশ সদস্যরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতরে বসে আছেন।
সেখানে ২০ মিনিট অপেক্ষার পর দেখা মেলে ভোটার রেজাউল করিমের। তিনি বলেন, ‘মানুষের এ়্যালা ভোটোত কোনো আগ্রহ নাই। গ্রামের মানুষ ভোট নিয়া ভাবে না। ভোট দিবার কথা কইলে কয়, তোমরায় দিয়্যা আইসো। সউগবারে ভোট দিছু, সে জন্য এবারও ভোট দিবার আসনু।’
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৪৩ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে চার ভাগ। সকাল থেকেই এখানে ভোটার উপস্থিত কম।
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে কথা হয় দশগাঁও গ্রামের বছির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সউগ লোক ভোটকেন্দ্রের বাইরোত জট নাগাইছে। কিন্তু ভোটকেন্দ্রের লাইনোত কোনো লোক নাই, ফাঁকা মাঠোত ভোট দিয়া আসনু, দুই মিনিটও সময় নাগিল না।’
তালুক ইসাদ ফকিরটারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কায়সার আলী বলেন, সকাল ১০টা পর্যন্ত সেখানে ১০ ভাগ ভোট পড়েছে। ধীরে ধীরে ভোটার উপস্থিত বাড়ছে।
পীরগাছার ৯টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে ৭৬০টি বুথে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছেন।
চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। কিন্তু সকাল থেকেই রংপুরের আকাশ মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।
জেলার পীরগাছা উপজেলার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৭২ জন। এই ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে পাঁচ ভাগ। তবে লাইনে কোনো ভোটার নেই।
কথা হয় দশগাঁও গ্রামের গৃহবধূ নাজমিন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘আগের মতোন ভোটের আমেজ নাই। গ্রামের মহিলারা দল বান্ধি ভোট দিবার আসছিনো, লাইনোত জায়গায় আছল না। এ্যালা একলাই আসি ভোট দিনু। মুই ছাড়া এটে আর কাকও দেখছু না।’
পীরগাছার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং মঈনুল হোসেন চৌধুরী বলেন, একে তো সকাল, তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত পাঁচ ভাগ ভোট পড়েছে। আবহাওয়া ভালো হলে দুপুরের পর থেকে ভোটার উপস্থিত বাড়বে।
পাশের মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও অলস সময় পার করছেন পুলিশ সদস্যরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতরে বসে আছেন।
সেখানে ২০ মিনিট অপেক্ষার পর দেখা মেলে ভোটার রেজাউল করিমের। তিনি বলেন, ‘মানুষের এ়্যালা ভোটোত কোনো আগ্রহ নাই। গ্রামের মানুষ ভোট নিয়া ভাবে না। ভোট দিবার কথা কইলে কয়, তোমরায় দিয়্যা আইসো। সউগবারে ভোট দিছু, সে জন্য এবারও ভোট দিবার আসনু।’
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৪৩ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে চার ভাগ। সকাল থেকেই এখানে ভোটার উপস্থিত কম।
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে কথা হয় দশগাঁও গ্রামের বছির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সউগ লোক ভোটকেন্দ্রের বাইরোত জট নাগাইছে। কিন্তু ভোটকেন্দ্রের লাইনোত কোনো লোক নাই, ফাঁকা মাঠোত ভোট দিয়া আসনু, দুই মিনিটও সময় নাগিল না।’
তালুক ইসাদ ফকিরটারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কায়সার আলী বলেন, সকাল ১০টা পর্যন্ত সেখানে ১০ ভাগ ভোট পড়েছে। ধীরে ধীরে ভোটার উপস্থিত বাড়ছে।
পীরগাছার ৯টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে ৭৬০টি বুথে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৩ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
৯ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১২ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
১৬ মিনিট আগে