রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান (৪৮) ও দেলোয়ার হোসেন (৫০) নামে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
আটকেরা দালাল বলে জানায় দুদক। পরে সেখানে আদালত বসিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা জেলের হাত থেকে রক্ষা পান।
আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, হাসানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের নাইটগার্ড এবং দেলোয়ার হোসেন মাস্টার রোলে ঝাড়ুদারের কাজ করেন।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে পাশ করে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান নেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথা ও গতিবিধি লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অফিসের কেউ জড়িত আছে কিনা, থাকলে অবশ্যই তাদেরও আইনের আওতায় আনা হবে।’
দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘আমার এখানে এসেছি বেশি দিন হয়নি। আমিও চাই বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত হোক। সেই লক্ষ্যে কাজ করছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান (৪৮) ও দেলোয়ার হোসেন (৫০) নামে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
আটকেরা দালাল বলে জানায় দুদক। পরে সেখানে আদালত বসিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা জেলের হাত থেকে রক্ষা পান।
আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, হাসানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের নাইটগার্ড এবং দেলোয়ার হোসেন মাস্টার রোলে ঝাড়ুদারের কাজ করেন।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে পাশ করে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান নেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথা ও গতিবিধি লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অফিসের কেউ জড়িত আছে কিনা, থাকলে অবশ্যই তাদেরও আইনের আওতায় আনা হবে।’
দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘আমার এখানে এসেছি বেশি দিন হয়নি। আমিও চাই বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত হোক। সেই লক্ষ্যে কাজ করছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২ ঘণ্টা আগে