Ajker Patrika

রংপুরের বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, আটক ২

রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৭
সড়ক পরিবহন করপোরেশনের কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা
সড়ক পরিবহন করপোরেশনের কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান (৪৮) ও দেলোয়ার হোসেন (৫০) নামে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।

আটকেরা দালাল বলে জানায় দুদক। পরে সেখানে আদালত বসিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা জেলের হাত থেকে রক্ষা পান।

আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, হাসানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের নাইটগার্ড এবং দেলোয়ার হোসেন মাস্টার রোলে ঝাড়ুদারের কাজ করেন।

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে পাশ করে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান নেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথা ও গতিবিধি লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।’

তিনি আরও বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অফিসের কেউ জড়িত আছে কিনা, থাকলে অবশ্যই তাদেরও আইনের আওতায় আনা হবে।’

দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘আমার এখানে এসেছি বেশি দিন হয়নি। আমিও চাই বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত হোক। সেই লক্ষ্যে কাজ করছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত