Ajker Patrika

ফুলবাড়ীতে অপহরণের এক সপ্তাহেও উদ্ধার হয়নি কিশোরী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে অপহরণের এক সপ্তাহেও উদ্ধার হয়নি কিশোরী

অপহরণের এক সপ্তাহেও উদ্ধার হয়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কলেজ ছাত্রী নূপুর মহন্ত (১৬)। অপরদিকে মামলার ২ ও ৩ নম্বর আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুধু তাই নয়, মুক্তির পর তাঁরা অপহৃতের বাবা-মাসহ পরিবারে সদস্যদের নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

ফুলবাড়ী থানায় গত বুধবার দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, অপহৃত কলেজ শিক্ষার্থী নূপুর মহন্ত ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বেতদীঘি ইউনিয়নের চিন্তামন (মাহালীপাড়া) গ্রামের শ্রী অজল মহন্তের মেয়ে। নূপুর মাদিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১১টার দিকে একই ইউনিয়নের চক এনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩০), মৃত তফিল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫২), সাইফুল ইসলামের ছেলে জুয়েল (২৭) ও আল আমিন (২২) ও সাইফুল ইসলামের স্ত্রী রাহিলা বেগম (৪৫) কৌশলে বাড়ির সামনে ডেকে নেয় নূপুরকে। এরপর জোরপূর্বক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে মাদিলাহাটের দিকে নিয়ে যাওয়ার সময় নূপুর চিৎকার করলে, স্থানীয়রা চেষ্টা করেও মাইক্রোবাসটিকে আটকাতে পারেননি। এ ঘটনার পর থেকে মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে চেষ্টা করেও কোনো কাজ না হওয়ায় অপহৃতার বাবা গত বুধবার, পাঁচজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

অপহৃতের বাবা অজল মহন্ত বলেন, রুবেল ইসলামের নেতৃত্বে আসামিরা তার নাবালিকা মেয়েকে অপহরণ করে লুকিয়ে রেখেছে। পুলিশ উদ্ধারের জন্য এরই মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাকে (অজলকে) নিয়ে অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করতে পারেনি। এরই মধ্যে মামলার আসামি সাইফুল ইসলাম ও তার স্ত্রী রাহিলা বেগম আদালত থেকে জামিনে এসে নানাভাবে হুমকি, ভয়ভীতিসহ মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করছেন। এ কারণে পুরো পরিবার নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা।

উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, মেয়েটি অপহরণের পরদিন থেকেই উদ্ধারের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায়, অপহৃতার পিতা থানায় মামলা দায়ের করেছেন। উপরন্তু অপহৃত নাবালিকা নূপুরকে বিয়ে করে সেই বিয়ের প্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গতকাল সোমবার ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মামলা দায়ের করতে দেরি হওয়ায় মেয়েটিকে উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত