Ajker Patrika

‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নেওয়া নারী শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি
বাড়িতে ঢুকে হামলা করে ওই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাড়িতে ঢুকে হামলা করে ওই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেসকাত হাসান সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ ফেলুপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বাড়িটির মালিক চাঁন মিয়া গ্রেপ্তার সঞ্চয়ের আত্মীয়।

এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ২০-২২ জন যুবক একটি বাড়িতে হামলা করছেন। তাঁদের হাতে দেশি অস্ত্র ও লাঠি। বাড়ির জানালা ও গেটে আঘাত করছেন তাঁরা। এরপর বাড়ির ভেতরে কয়েকজন যুবক প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বের করেন। স্থানীয় লোকজন তাঁদের আটকের চেষ্টা করেও ব্যর্থ হন।

আজ বুধবার বিকেলে ওসি বুলবুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। মেয়েটির শারীরিক পরীক্ষা করার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত