Ajker Patrika

ফুলবাড়ীতে নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ০৮
ফুলবাড়ীতে নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ইঞ্জিনচালিত রিকশা নছিমনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শান্ত-কান্ত রাইস মিলের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম আতাউর রহমান ভেকু (৬০)। তিনি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কাঁটাবাড়ী নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি পুকুর দেখভালের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভায়রা ভাই পুকুর মালিক ছামছুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে আতাউর মাছের খাবার নিয়ে মিনি পিকআপে করে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার শান্ত-কান্ত রাইস মিলের সামনে পৌঁছালে একটি নছিমন পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় আতাউর রহমান পিকআপের পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিটকে পড়েন। 

এ সময় আতাউর রহমানসহ পিকআপে থাকা হাফিজুল ইসলাম নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আতাউর রহমানের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত