Ajker Patrika

আগুনে ঘর পুড়ে নিঃস্ব চার পরিবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৫: ৩২
আগুনে ঘর পুড়ে নিঃস্ব চার পরিবার

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় চার পরিবারের ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৭ লাখ টাকার মালামাল।

গত শনিবার মধ্যরাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই বাজারপাড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের বসতঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দিনমজুর আবু সাঈদ, মানিক মিয়া ও হিসাব উদ্দিনের বসতঘরে আগুন লেগে পুড়ে যায়। এতে চারটি পরিবারের ছয়টি বসতঘর, তিনটি ছাগল, ২০ মণ গম, ১৫ মণ পাট, দুইটি সোলার ও নগদ ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়েছে ক্ষতিগ্রস্ত এসব পরিবার।

স্থানীয়রা জানান, ওই এলাকা সোনাভরী নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। এ কারণে এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।

কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, কয়েলে থেকে আগুনের সূত্রপাত। এতে চার পরিবারের সমস্ত কিছু পুড়ে গেছে। ঘরে থাকা কোনো কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করা হবে বলেও জানান চেয়ারম্যান।

রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেশকাতুর রহমান, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত