Ajker Patrika

ফুলবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৭: ৩৪
ফুলবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

‘আর নয় সড়কে মৃত্যু, শান্তি-নিরাপদ হোক পথচারী ও যাত্রীর পথচলা’ এই স্লোগান সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং বাইপাস ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় ফুলবাড়ীবাসীর ব্যানারে স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

নিসচা ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সভাপতি মো. খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মো. মানিক মণ্ডল, সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় নিহত সবুজের বড় বোন রুবাইয়া অনু, শ্রমিক নেতা মো. মনতাজ হোসেন, হবিপ্রবির শিক্ষার্থী ফিয়াজ আহম্মেদ, শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের যত্রতত্র রিকশা-ভ্যানসহ অন্যান্য গাড়ি দাঁড় করিয়ে রাখা বন্ধ করতে হবে। সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে গতি নিয়ন্ত্রক দিতে হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত