ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে