Ajker Patrika

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস 

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬: ৪৪
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস 

পঞ্চগড়ে গত তিন দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ রোববার তাপমাত্রা আরও কমেছে। সকালে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

গত শুক্রবার পঞ্চগড়ে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের তথ্য মতে, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়।

এদিকে পঞ্চগড়ে এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

মধ্য মাঘের পর দ্রুত নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার এমন রূপ বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।

গত রাত থেকেই বাড়ছে শীত। সকালে ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরম কাপড়ের অভাবে প্রান্তিক এ জনপদের শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রতি রাতেই বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এই শীতে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। আর বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো।

ডিসেম্বর-জানুয়ারি এই দুই মাসে ৪৬ দিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই সময়ে এখানে সর্বোচ্চ ১০-১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। বাতাসের বেগ বেড়ে যাওয়ার কারণে এই মধ্য মাঘে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত