Ajker Patrika

দখলদারদের বিরুদ্ধে অভিযানে ইউএনওর ওপর চড়াও, আটক ১

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ইউএনও। ছবি: ভিডিও থেকে নেওয়া
অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ইউএনও। ছবি: ভিডিও থেকে নেওয়া

লালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।

আজ শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রসুলগঞ্জ হাটবাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুল ইসলাম হাদি (৩৩) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। হাদি রসুলগঞ্জ গ্রামের জুম্মাপাড়া এলাকার পাটগ্রাম পৌরসভার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত রমজান মাসে ফুটপাত দখল ছেড়ে দিতে বিভিন্ন স্তরের ব্যক্তি, প্রতিষ্ঠান ও দোকানদারদের আহ্বান জানিয়ে একাধিক দিন মাইকিং করা হয়। এ সময় ফুটপাত দখলকারীরা ইউএনওর কাছে ঈদ পর্যন্ত সময় নেন। এরপর সতর্ক করে সরে যেতে বললেও কেউ সরে যাননি। পরবর্তীকালে আজ থানা-পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী ও আনসারদের নিয়ে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে যান ইউএনও। পৌর রসুলগঞ্জ হাটবাজার শহরের পশ্চিম চৌরঙ্গী মোড় থেকে পূর্ব চৌরঙ্গী মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় পশ্চিম চৌরঙ্গী মোড় সড়কের ফুটপাত দখলকারী ফলের দোকানদারসহ অন্য দোকানদারেরা অন্তত ২০-২৫ ব্যক্তি ইউএনওর ওপর চড়াও হন। ইউএনও ও আনসার সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আনসার সদস্যসহ ইউএনওকে ধাক্কা মারেন। এ ঘটনার পর তাজুল ইসলাম হাদি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করার অপরাধে দণ্ডবিধি আইনের ১৮৯ ধারায় আদালত অভিযুক্ত হাদিকে ৫০০ টাকা জরিমানা ও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম হাদিকে পুলিশ প্রহরায় বিকেলে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করার অপরাধে অভিযুক্ত হাদিকে ৫০০ টাকা জরিমানা ও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। ফুটপাত দখলমুক্ত করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত