মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বাজারে চালের সরবরাহে কোনো সংকট নেই। আমন ধানের ভরা মৌসুম। ফলে চাহিদাও তুলনামূলক কম। এরপরও কেন দাম বাড়ছে, তা বুঝতে পারছেন না চাল ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুরের চালের বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সন্ধ্যায় চাল বাজারে আকমল হোসেন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চাল বেচা হয় না, তারপরও দাম বাড়ছে কেন, কিছুই বুঝতে পারছি না।’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪০০ টাকার চাল বিক্রি করেছেন তিনি।
অপর ব্যবসায়ী ব্রোজেন সরকার বলেন, ‘চাল কেনার মানুষ নেই। অথচ আড়তে চালের দাম বাড়ানো হয়েছে।’ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ হাজার টাকার চাল বিক্রি করেছেন। আরেক ব্যবসায়ী বালা মিয়া জানান, ২৮ জাতের চিকন চাল প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রঞ্জিত জাতের মোটা চাল ৬০ ও স্বর্ণা মোটা চাল ৫০ টাকা দরে বেচাকেনা চলছে।
বালা মিয়া বলেন, ‘হাইব্রিড চালের ভাত কেউ খেতে চায় না। এরপরও হাইব্রিড চাল বাজারে পাওয়া যায় না।’ তিনি প্রশ্ন করেন, এসব হাইব্রিড চাল যায় কোথায়?
চালের মূল্যবৃদ্ধি নিয়ে খুচরা চাল ব্যবসায়ীরাও ক্ষুব্ধ। কারণ, চালের চাহিদা নেই অথচ ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। এটা নিঃসন্দেহে বড় বড় ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজি বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা।
জাসদের উপজেলা সম্পাদক আইনুল কবীর লিটন বলেন, ‘হাইব্রিড মোটা চাল কাটিং করে বেশি দরে বিক্রি করা হচ্ছে। আসলে সঠিক মনিটরিং ও ব্যবসায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে না পারায় ভোগ্যপণ্যের দাম নিয়ে তুঘলকি কারবার চলছে।’
বাজারে চালের সরবরাহে কোনো সংকট নেই। আমন ধানের ভরা মৌসুম। ফলে চাহিদাও তুলনামূলক কম। এরপরও কেন দাম বাড়ছে, তা বুঝতে পারছেন না চাল ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুরের চালের বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সন্ধ্যায় চাল বাজারে আকমল হোসেন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চাল বেচা হয় না, তারপরও দাম বাড়ছে কেন, কিছুই বুঝতে পারছি না।’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪০০ টাকার চাল বিক্রি করেছেন তিনি।
অপর ব্যবসায়ী ব্রোজেন সরকার বলেন, ‘চাল কেনার মানুষ নেই। অথচ আড়তে চালের দাম বাড়ানো হয়েছে।’ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ হাজার টাকার চাল বিক্রি করেছেন। আরেক ব্যবসায়ী বালা মিয়া জানান, ২৮ জাতের চিকন চাল প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রঞ্জিত জাতের মোটা চাল ৬০ ও স্বর্ণা মোটা চাল ৫০ টাকা দরে বেচাকেনা চলছে।
বালা মিয়া বলেন, ‘হাইব্রিড চালের ভাত কেউ খেতে চায় না। এরপরও হাইব্রিড চাল বাজারে পাওয়া যায় না।’ তিনি প্রশ্ন করেন, এসব হাইব্রিড চাল যায় কোথায়?
চালের মূল্যবৃদ্ধি নিয়ে খুচরা চাল ব্যবসায়ীরাও ক্ষুব্ধ। কারণ, চালের চাহিদা নেই অথচ ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। এটা নিঃসন্দেহে বড় বড় ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজি বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা।
জাসদের উপজেলা সম্পাদক আইনুল কবীর লিটন বলেন, ‘হাইব্রিড মোটা চাল কাটিং করে বেশি দরে বিক্রি করা হচ্ছে। আসলে সঠিক মনিটরিং ও ব্যবসায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে না পারায় ভোগ্যপণ্যের দাম নিয়ে তুঘলকি কারবার চলছে।’
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩৬ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে