Ajker Patrika

নবাবগঞ্জে তেল কারখানা নিয়ে ভোগান্তিতে এলাকাবাসী, অভিযোগেও মেলেনি সুফল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১: ৩১
নবাবগঞ্জে তেল কারখানা নিয়ে ভোগান্তিতে এলাকাবাসী, অভিযোগেও মেলেনি সুফল

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি তেল কারখানার কারণে অতিষ্ঠ এলাকাবাসী। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুফল পাননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে এই তেল কারখানা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।

জানা যায়, কারখানাটিতে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে পরিত্যক্ত গাড়ির টায়ার সংগ্রহ করা হয়। এপর বয়লার ড্রামে ভর্তি করে পুড়ে তেল উৎপাদন করা হয়। আর সেই তেল দেশের বিভিন্ন কলকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার হয়। 

এ নিয়ে ৫ অক্টোবর স্থানীয় কালিয়া মোহাম্মাদীয়া হাফেজিয়া এতিমখানার সহসভাপতি মো. আনিছুর রহমান প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীর গণস্বাক্ষর-সংবলিত অভিযোগপত্রের অনুলিপি দিনাজপুর জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বরাবর দেওয়া হয়েছে বলে প্রাপ্তি রসিদ সূত্রে জানা যায়।

এদিকে অভিযোগের ২০ দিন অতিবাহিত হলেও কারখানাটি বন্ধ না হওয়ায় উৎকণ্ঠায় পড়েছেন গ্রামবাসী। কালিয়া গ্রামের কৃষক আব্দুল করিম মণ্ডল জানান, কারখানার ধোঁয়ায় ধানি জমিতে কালো দাগ পড়ে যাচ্ছে, রাতের আঁধারে ধোঁয়া ছাড়ায় কেউ প্রতিবাদ করতে পারে না। 

স্থানীয় মাদ্রাসার সহসভাপতি মো. আনিছুর রহমান জানান, অভিযোগ করার পর কারখানা থেকে আরও বেশি পরিমাণে ধোঁয়া ছাড়া হচ্ছে। প্রশাসনের কাছে এই অবৈধ কারখানা বন্ধে জোর দাবি জানান তিনি। 

তেল কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রাজ্জাক বলেন, ‘সব কাগজপত্র নিয়েই কারখানা চালু করেছি, ইউএনও স্যারও পরিদর্শন করে গেছেন।’ 

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম জানান, এমন অভিযোগ দিনাজপুর কার্যালয়ে আসেনি। অভিযোগকারীকে সরাসরি অফিসে এসে অভিযোগপত্র জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম আজকের পত্রিকাকে জানান, কারখানাটি শুধু রাতে চালায়, ভ্রাম্যমাণ আদালত রাতে পরিচালনা করা যায় না। এ কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত