Ajker Patrika

দিনাজপুরে পুলিশের বাধায় পণ্ড শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, আটক ১৮

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭: ২৯
দিনাজপুরে পুলিশের বাধায় পণ্ড শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, আটক ১৮

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভরত প্রায় শখানেক শিক্ষার্থীর মধ্যে ১০ ও আশপাশের এলাকা থেকে আরও আটসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকেরা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেয়। এর আগে শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।

পুলিশ ভ্যানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘আমাদের অপরাধ কী, আমরা আপনাদের কাছে বিচার চাই। কেন আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করিনি। শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা চলে যেতাম।’

ঘটনার পর থেকে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরের লিলির মোড়, মডার্ন মোড়, কলেজ মোড়সহ বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ডিবির হাতে আটক। ছবি: আজকের পত্রিকা শিক্ষার্থীদের আটকের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করার চেষ্টা করছিল। তাদের মধ্যে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা প্রকৃত শিক্ষার্থী কি না—এসব বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত