রংপুর প্রতিনিধি
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
২১ মিনিট আগে