রংপুর প্রতিনিধি
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
২ মিনিট আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৭ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
১২ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১৯ মিনিট আগে