Ajker Patrika

ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০: ০৩
ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে সাতজনক আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মধ্য কাশিপুর এলাকার ফজলু মিয়ার বাড়ির পাশের জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্ৰামের আব্দুস ছালাম (৪১), রেজাউল করিম (৪৩), গোলাম মোস্তফা (৪৫), রিয়াজুল ইসলাম (৩১), আয়াত আলী (৫৫), আব্দুর রাজ্জাক (৩৫) ও নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্ৰামের আব্দুল মজিদ (৫৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার উপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফজলু মিয়ার বাড়ির পাশের জুয়ার আসর থেকে তাঁদের গ্রেপ্তার করে। তবে বাড়ির মালিক ফজলু মিয়া পালিয়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে তাস, নগদ ৮ হাজার ১২০ টাকা, ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত