Ajker Patrika

রামেকে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২১, ১৩: ৫৭
রামেকে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়। এর আগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিল। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকি একজনের বাড়ি নাটোরে। নাটোরের সেই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া রাজশাহীর মারা যাওয়া ১২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এসব হিসাব তুলে ধরা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ। বাকি ৩ জন নারী। বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের মধ্যে একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব সাতজন পুরুষ ও দুজন নারী। 

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯টি। মঙ্গলবার সকালে ৩৯৩ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউর ২০টি শয্যার মধ্যে ১৯টিতে রোগী ছিলেন। বাকি রোগীরা ছিলেন করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫ জন, নাটোর থেকে ৭ জন, নওগাঁ থেকে ৫ জন, কুষ্টিয়া থেকে ১ জন এবং অন্য এলাকার আরও ১ জন রোগী ভর্তি হয়েছেন। 

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬১ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩০ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন, চুয়াডাঙ্গার ১ জন এবং অন্য এলাকার আরও ২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৪৭ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৬২ জন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত