Ajker Patrika

রূপপুরের গ্রিন সিটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল রুশ নারীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
নিহত কেসেনিয়া পোশতারুক। ছবি: সংগৃহীত
নিহত কেসেনিয়া পোশতারুক। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে গ্রিন সিটি এলাকার একটি বাড়ি থেকে রুশ নারী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকার বহুতল ভবনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী।

রুশ পাসপোর্টধারী নিহত ওই নারীর নাম কেসেনিয়া পোশতারুক (৪০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘এসএম ইউ-১’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ প্রকল্পে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন সিটি আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সকালেই তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই নারী। কেসেনিয়ারা স্বামী-স্ত্রী দুজনে গ্রিন সিটি এলাকার বহুতল একটি ভবনের পাঁচতলায় থাকতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাঁদের মধ্যে কলহ হয়। পরে কেসেনিয়া পাঁচতলার ইমার্জেন্সি এক্সিট গেটের পাশে সিঁড়ির ওপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা গ্রিন সিটি ভবনে যাই এবং সেখান থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করি। তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানি এবং তাঁর স্বামীর মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত