পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা।
অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।
পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ বের হতে পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা।
অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।
পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ বের হতে পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
১৭ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
২৯ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩৩ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে