Ajker Patrika

রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

সিরাজগঞ্জের কামারখন্দে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার ও ভিডিপি সদস্যরা পাহারা দিচ্ছেন। দিনরাতে পর্যায়ক্রমে ৮ ঘণ্টা করে ৩৩ সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো অস্ত্র নেই। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানা গেছে, ঝাঐল পূর্বপাড়া থেকে আলোকদিয়ার রেলওয়ে সেতু এবং তাজুরপাড়া রেলওয়ে সেতু থেকে রায়দৌলতপুর-শাহীকোলা রেলওয়ে সেতু পর্যন্ত একজন এপিসিসহ ৯ জন করে আনসার সদস্য পাহারা দিচ্ছেন। এ ছাড়া জামতৈল রেলস্টেশনের প্ল্যাটফর্ম পাহারায় আছেন বাহিনীর পিসিসহ ১৫ সদস্য। 

আনসার ও ভিডিপির পিসি মামুন মণ্ডল বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের লাঠি আর টর্চলাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য হেলমেট ও শটগান দিলে ভালো হতো।’ 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা পারভীন জানান, তাঁদের সঙ্গে রেলস্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

কামারখন্দ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনে আরা পারভীন বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

জামতৈলের স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশ স্টেশনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আনসার সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত