Ajker Patrika

কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন আগের ভাঙা কাঁঠাল দিয়ে মুড়ি মাখানো খেয়ে অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই শিশু হলো মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)।

ওসি জাকারিয়া হোসেন বলেন, পুলিশ বিষয়টি জানার আগেই পরিবার লাশ দাফন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগের ভাঙা কাঁঠাল আজ দুপুরে মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত