Ajker Patrika

বগুড়ায় দুর্বৃত্তের অ্যাসিডে দগ্ধ শিশুসহ ২ নারী

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুর্বৃত্তের অ্যাসিডে দগ্ধ শিশুসহ ২ নারী

বগুড়ার গাবতলী উপজেলায় রাতের অন্ধকারে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে দুই নারী ও এক শিশু। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের কামার দুলাল কর্মকারের বাড়িতে এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আজ শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি থানায়। 

অ্যাসিডে দগ্ধ হন দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), ছেলের বউ বিনা রায় (২০) ও তাঁর নাতি তিন মাসের শিশু সূর্য রায়। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুলাল কর্মকারের ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।  

এ ব্যাপারে গাবতলীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত