প্রতিনিধি, বগুড়া সদর (বগুড়া)
সিগারেট বাকিতে কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাকিব হৃদয় (২৪) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা মামুনুর রশিদও (৫৫) আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কৈপাড়াতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কৈপাড়া এলাকার রাকিবের মুদির দোকানে স্থানীয় আশিক ও স্বাধীন সিগারেট কেনার জন্য আসেন। সেখানে বাকিতে সিগারেট কিনতে চান তারা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় তারা দোকানে সিগারেট জ্বালাতে গেলে রাকিবের বাবা মামুনুর রশিদ তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জনকে নিয়ে এসে তারা দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, খুব সাধারণ বিষয় নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ছুরিকাঘাতের মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সিগারেট বাকিতে কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাকিব হৃদয় (২৪) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা মামুনুর রশিদও (৫৫) আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কৈপাড়াতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কৈপাড়া এলাকার রাকিবের মুদির দোকানে স্থানীয় আশিক ও স্বাধীন সিগারেট কেনার জন্য আসেন। সেখানে বাকিতে সিগারেট কিনতে চান তারা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় তারা দোকানে সিগারেট জ্বালাতে গেলে রাকিবের বাবা মামুনুর রশিদ তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জনকে নিয়ে এসে তারা দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, খুব সাধারণ বিষয় নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ছুরিকাঘাতের মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সিনেমা হলের টিকিটের মূল্য ভাগাভাগি নিয়ে চলচ্চিত্রের প্রযোজক-প্রদর্শকদের দ্বন্দ্ব পুরোনো। সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সঙ্গে টিকিটের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে আলোচনা তৈরি হলে বিষয়টি ফের সামনে এসেছে। শেষ পর্যন্ত দেশের অন্যতম শীর্ষ মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠানের সঙ্গে প্রযোজকদের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে একটি...
২ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবৈধ হাট-বাজার বসিয়ে চলছে ব্যবসা। যদিও মাঝেমধ্যে নামমাত্র উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে একটু পরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার বসে এসব অবৈধ হাট।
৩ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদীতে অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নীতিমালা উপেক্ষা করে অবাধে বালু বিক্রি চলছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু উত্তোলন ও বিক্রি করছে।
৪ ঘণ্টা আগেসাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসিন্দা ব্যবসায়ী সজীব চক্রবর্তী। ১৬ মে রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি সাভার থেকে পাটুরিয়া হয়ে রাজবাড়ী যাওয়ার পথে ফেরিতে নদী পার হচ্ছিলেন।
৪ ঘণ্টা আগে