Ajker Patrika

চা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে। আহতদের সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের দোকানে শুক্রবার সন্ধ্যায় একই মহল্লার রহমানের ছেলে পলাশ চা খেতে যান। চায়ের দোকানদার আলাউদ্দিন চা তৈরি করে পলাশকে দেন। ওই চায়ের কাপের মধ্যে মশা পড়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে চা ফেলে দেয়। এ নিয়ে দোকানদারের সঙ্গে পলাশের কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মজনু (৪৫), সাব্বির (২৫), পলাশ (২৫), আলাউদ্দিন (২৫), শফিকুল (২৫), জহুরুল (৩৫), জয়নুব খাতুন (৪৫) আহত হন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সাঁথিয়ার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত