Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র মোখলেসকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র মোখলেসকে শোকজ

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনএম’র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে চরিত্রহরণের অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গোপাল চন্দ্র রায় শোকজ নোটিশটি দেন। একই সঙ্গে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
 
নোটিশে বলা হয়, গত সোমবার বিকেল ৫টার দিকে দ্বারিয়াপুর হাট এলাকায় বিএনএম’র মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিনের সমর্থনে জনসমাবেশ করে সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর এবং চরিত্র হরণ করে বক্তব্য দিতে দেখা যায় মেয়রকে। যা একটি গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ হয়। মানহানিকর এবং চরিত্র হননকারী বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে কেন শাস্তি দেওয়া হবে না এই মর্মে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত