কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে ক্ষতি হচ্ছে ইরি ও বোরো বীজতলা। চারা হলুদ বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জমিতে চারা মারাও যাচ্ছে। এমন অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোল্ড ইনজুরি কেটে না উঠলে বাজারে চারার দাম ব্যাপক হারে বেড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে মোট ৯৩০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ১০, হাইব্রিড ১১০ ও বোরো উফসী জাতের ৮১০ হেক্টর বীজতলা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজ বপনের পর চারাগুলো তিন চার ইঞ্চি লম্বা হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পাওয়ায় চারা হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও চারা মরতে শুরু করেছে।
মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘বীজতলা তৈরি করে বপনের পর আবহাওয়া ভালোই ছিল। চারা সবুজ বর্ণ হয়েছিল। কিন্তু কয়দিনের তীব্র শীত আর কুয়াশায় হলুদ হয়ে গেছে। এমন অবস্থায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছি।’
চালিতাডাঙ্গার আব্দুল কাদের বলেন, ‘ধানের চারা জাড়ে নষ্ট হয়া যাইত্যাছে। কী হরমু! চারা বড় তো হইতাছেই না, আরও হইলদ্যা হইতাছে। কত কত ভুইয়ে মইরা যাইতাছে।’
গাড়াবেড় গ্রামের কৃষক শুকুর আলী বলেন, ‘শীত তাড়াতাড়ি না কমলি চারা নষ্ট হয়ে যাইব। তা ছাড়া বেছন (চারা) কিনা গারা নাইগবো। দামও বাইরবো। তহন আবাদ কইমা আইসপো। আমরা ক্ষতির সম্মুখীন হমু।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে রঙিন পলিথিন দিয়ে সন্ধ্যায় বীজতলা ঢেকে রাখে, পরদিন সূর্য না ওঠা পর্যন্ত। আর বীজতলার বেডের ফাঁকা স্থানে পানি রাখতে বলা হয়েছে।’
সিরাজগঞ্জের কাজীপুরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে ক্ষতি হচ্ছে ইরি ও বোরো বীজতলা। চারা হলুদ বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জমিতে চারা মারাও যাচ্ছে। এমন অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোল্ড ইনজুরি কেটে না উঠলে বাজারে চারার দাম ব্যাপক হারে বেড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে মোট ৯৩০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ১০, হাইব্রিড ১১০ ও বোরো উফসী জাতের ৮১০ হেক্টর বীজতলা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজ বপনের পর চারাগুলো তিন চার ইঞ্চি লম্বা হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পাওয়ায় চারা হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও চারা মরতে শুরু করেছে।
মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘বীজতলা তৈরি করে বপনের পর আবহাওয়া ভালোই ছিল। চারা সবুজ বর্ণ হয়েছিল। কিন্তু কয়দিনের তীব্র শীত আর কুয়াশায় হলুদ হয়ে গেছে। এমন অবস্থায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছি।’
চালিতাডাঙ্গার আব্দুল কাদের বলেন, ‘ধানের চারা জাড়ে নষ্ট হয়া যাইত্যাছে। কী হরমু! চারা বড় তো হইতাছেই না, আরও হইলদ্যা হইতাছে। কত কত ভুইয়ে মইরা যাইতাছে।’
গাড়াবেড় গ্রামের কৃষক শুকুর আলী বলেন, ‘শীত তাড়াতাড়ি না কমলি চারা নষ্ট হয়ে যাইব। তা ছাড়া বেছন (চারা) কিনা গারা নাইগবো। দামও বাইরবো। তহন আবাদ কইমা আইসপো। আমরা ক্ষতির সম্মুখীন হমু।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে রঙিন পলিথিন দিয়ে সন্ধ্যায় বীজতলা ঢেকে রাখে, পরদিন সূর্য না ওঠা পর্যন্ত। আর বীজতলার বেডের ফাঁকা স্থানে পানি রাখতে বলা হয়েছে।’
তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের
৪ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির
৯ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট।
১৩ মিনিট আগেপ্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির..
৩৩ মিনিট আগে