ঢাবি সংবাদদাতা
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
সোহাদ হকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবিসহ ৫ দফা দাবিতে উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব মহির আলম প্রমুখ।
সোহাদের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংগঠনটি ৫টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা, সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা, সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া, সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট ও প্রশিক্ষক নিয়োগ বাস্তবায়ন করা।
আহ্বায়ক আব্দুল কাদের জানান, ‘উপ-উপাচার্য সায়মা হক বিদিশা আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।’
উল্লেখ্য, গত বছরের ২৩ এপ্রিল সোহাদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ কমিটির কার্যক্রম স্থবির হয়ে যায়। পুনরায় কমিটি নবায়নও করা হয়নি। সম্প্রতি সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকীকে পূর্বের ফাইলগুলো দেখার দায়িত্ব দেওয়া হয়।
নূর আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে নতুন করে কোনো কমিটি হয়নি। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আমাকে ফাইলটি দেখতে বলেছেন।’
নূর আলম সিদ্দিকী আরও বলেন, ‘সাবেক প্রশাসন এ নিয়ে কিছু কাজ করেছে। ফুটবল খেলে ক্লান্ত অবস্থায় সুইমিংপুলে নামায় সোহাদ দম রাখতে পারেনি অথবা হার্ট অ্যাটাক করেছে বলে ওই কমিটি অনুমান করেছে।’
মে মাসের মধ্যে সুইমিংপুল পুনরায় চালু হবে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম সম্পন্ন করে আগামী মে মাসের মধ্যে সুইমিংপুল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে কোন তারিখে চালু হবে, তা এখন বলা সম্ভব নয়।’
আরও পড়ুন—
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
সোহাদ হকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবিসহ ৫ দফা দাবিতে উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব মহির আলম প্রমুখ।
সোহাদের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংগঠনটি ৫টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা, সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা, সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া, সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট ও প্রশিক্ষক নিয়োগ বাস্তবায়ন করা।
আহ্বায়ক আব্দুল কাদের জানান, ‘উপ-উপাচার্য সায়মা হক বিদিশা আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।’
উল্লেখ্য, গত বছরের ২৩ এপ্রিল সোহাদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ কমিটির কার্যক্রম স্থবির হয়ে যায়। পুনরায় কমিটি নবায়নও করা হয়নি। সম্প্রতি সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকীকে পূর্বের ফাইলগুলো দেখার দায়িত্ব দেওয়া হয়।
নূর আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে নতুন করে কোনো কমিটি হয়নি। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আমাকে ফাইলটি দেখতে বলেছেন।’
নূর আলম সিদ্দিকী আরও বলেন, ‘সাবেক প্রশাসন এ নিয়ে কিছু কাজ করেছে। ফুটবল খেলে ক্লান্ত অবস্থায় সুইমিংপুলে নামায় সোহাদ দম রাখতে পারেনি অথবা হার্ট অ্যাটাক করেছে বলে ওই কমিটি অনুমান করেছে।’
মে মাসের মধ্যে সুইমিংপুল পুনরায় চালু হবে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম সম্পন্ন করে আগামী মে মাসের মধ্যে সুইমিংপুল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে কোন তারিখে চালু হবে, তা এখন বলা সম্ভব নয়।’
আরও পড়ুন—
মাগুরার মহম্মদপুরে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাজাররাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেরাজধানীর বনানীর মহাখালীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
২৪ মিনিট আগেরিজওয়ানা হাসান বলেন, ‘শ্যামাসুন্দরী খালের দুটি স্থানে কৃত্রিম বাঁধ দেওয়া হয়েছে। বাঁধগুলোর যৌক্তিকতা খুঁজে দেখা হবে এবং প্রয়োজন হলে সেগুলো অপসারণে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শুষ্ক মৌসুমেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’
২৬ মিনিট আগেঘরের বারান্দায় চেয়ারে বসেছিলেন শিউলি বিশ্বাস। পরনে লাল আর কালো রঙের ফুল তোলা প্রিন্টের শাড়ি, দুই হাতে শাঁখা। কাছে যেতেই বারান্দা থেকে নেমে দাঁড়ান সিঁড়ির ওপর। কেমন আছেন জিজ্ঞাসা করতেই মৃদু হেসে বলতে লাগলেন, ‘প্রায় দুইটা মাস কত আতঙ্ক আর দুর্ভোগ-কষ্টে কেটেছে। অসহায় হয়ে পড়েছিলাম।’
৩৭ মিনিট আগে