Ajker Patrika

মাগুরায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২: ৪৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত সৈয়দ আলীর বাড়ি জাঙ্গালিয়া গ্রামে।

শিশুটির দাদা বলেন, ‘গতকাল বিকেলে আমার ছেলের মেয়ে প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে যায়। এ সময় সৈয়দ আলী তাকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যায় সৈয়দ আলী।’

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু আহসান জানান, শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘মেয়েটির দাদা আমাকে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। ওই শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, শিশুটি চিকিৎসাধীন। আসামি সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত