নাটোর প্রতিনিধি
নাটোরে বিষাক্ত মাদক সেবনে সবুজ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় একটি রিহাব সেন্টারে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে, বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে নাটোর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটেছে। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সবুজ নাটোর পৌরসভা বলারীপাড়া-মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁর সঙ্গে মাদক সেবনকারী ও অন্যান্য মাদকাসক্ত, মাদক সেবনকারীদের খুঁজছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সবুজ নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। রোববার রাতেও বন্ধুদের সঙ্গে মাদক সেবন করেন তিনি। বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করলে বাড়ির সদস্যরা তাঁকে শহরের চকরামপুরে নাটোর রিহাব সেন্টারে নিয়ে যায়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই সবুজ বমি করতে শুরু করেন। অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষাক্ত মাদক সেবনের কারণে সবুজের মৃত্যু হয়ে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তসহ তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরে বিষাক্ত মাদক সেবনে সবুজ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় একটি রিহাব সেন্টারে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে, বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে নাটোর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটেছে। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সবুজ নাটোর পৌরসভা বলারীপাড়া-মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁর সঙ্গে মাদক সেবনকারী ও অন্যান্য মাদকাসক্ত, মাদক সেবনকারীদের খুঁজছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সবুজ নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। রোববার রাতেও বন্ধুদের সঙ্গে মাদক সেবন করেন তিনি। বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করলে বাড়ির সদস্যরা তাঁকে শহরের চকরামপুরে নাটোর রিহাব সেন্টারে নিয়ে যায়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই সবুজ বমি করতে শুরু করেন। অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষাক্ত মাদক সেবনের কারণে সবুজের মৃত্যু হয়ে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তসহ তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
১৩ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
১৮ মিনিট আগেঝিনাইদহ সদর খাদ্যগুদাম থেকে দুই সপ্তাহ আগে ৩০০ টন গমের চাহিদা দেওয়া হয়। চাহিদার বিপরীতে গত বৃহস্পতিবার আটটি ট্রাকে ৬৪ টন গম আসে। বাহকদের কাছ থেকে বুঝে নেওয়ার সময় দেখা যায় গমগুলো ছত্রাক ধরা ও নিম্নমানের। তখন আনলোড না করে এই গম খুলনাতে ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করি।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
২ ঘণ্টা আগে