Ajker Patrika

লালপুরে পলেস্তারা পড়ে কলেজছাত্রী আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে পলেস্তারা পড়ে কলেজছাত্রী আহত

নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন পলেস্তারা খসে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে। 

আহত ছাত্রীর নাম মোছা খাদিজা খাতুন (১৬)। তিনি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার বরমহাটি গ্রামের চাঁদ মোহাম্মদ চাঁন্দের মেয়ে। 

জানা যায়, আজ (বুধবার) গোপালপুর ডিগ্রি (পাস ও অনার্স) কলেজে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা শুরু হয়। এ সময় কলেজ ভবনের ২০৯ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা (প্লাস্টার) খসে পড়ে মোছা খাদিজা খাতুন (রোল নম্বর ১৯০) মাথায় ও হাতে আঘাত পান। কলেজের অধ্যক্ষসহ শিক্ষকেরা তৎক্ষণাৎ আহত ছাত্রীকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। 

হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী মাথায় ও হাতে আঘাত পান। এতে তার বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন।’ 

কলেজের অধ্যক্ষ মো. বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অর্থায়নে ভবনটি ১৯৯৬ সালে নির্মিত হয়। বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। ইতিমধ্যে রাজমিস্ত্রি ডেকে ছাদ চটিয়ে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত