Ajker Patrika

পুকুরে ভাসছিল দুধ বিক্রেতার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পুকুরে লাশ ভাসত দেখে স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা
পুকুরে লাশ ভাসত দেখে স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ওই পুকুরের পানিতে মরদেহটি ভেসে ওঠে।

এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠায়।

লাশ উদ্ধারে খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা
লাশ উদ্ধারে খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

মারা যাওয়া ব্যক্তির নাম সঞ্জিত দাস (৪২)। তিনি ওই একই এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, ৩১ অক্টোবর কালী পূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর আজকে তাঁরা সঞ্জিত দাসের মরদেহের খোঁজ পান।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য পুকুর থেকে উদ্ধারের পর সঞ্জিতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

এই ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত