গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
মোবাইলে প্রেম করে বিয়ে। অতঃপর স্ত্রীকে ভাড়া বাসায় রেখে উধাও স্বামী। এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে।
অভিযুক্ত স্বামীর নাম জাকারিয়া (২৭)। তিনি গুরুদাসপুর উপজেলার নাজির পুর ইউনিয়নের মো. ছলেমানের ছেলে।
ভুক্তভোগী নারী জানান, মোবাইলফোনে সম্পর্ক হওয়ার পর তারা দুজন বিয়ে করেন। সিরাজগঞ্জ সদরে কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে একটি বাসায় রেখে চলে যান জাকারিয়া।
ভুক্তভোগী নারী বলেন, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। তিনি আমাকে এখান থেকে নিয়ে যাক।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
বাড়ির মালিক শাহ আলম বলেন, আমার বাড়িতে বাসা ভাড়ায় ওঠেন জাকারিয়া। দুই দিনে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। আমার একটা ব্যাটারিচালিত অটোভ্যান, তাঁর স্ত্রীর কাছে থাকা ১৬ হাজার নগদ টাকা, একটা স্মার্টফোন ও কানের দুল নিয়ে চলে গেছে। এখনো ফিরে আসে নাই। তবে থানায় কোনো অভিযোগ দিইনি। পুলিশ এসেছিল তবে এখনো কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় কোনো অভিযোগ দেয়নি। আমার থানার ফোর্স পাঠিয়ে ছিলাম। এখনো সমাধান করা সম্ভব হয়নি। আশা করি সমাধান হয়ে যাবে।
মোবাইলে প্রেম করে বিয়ে। অতঃপর স্ত্রীকে ভাড়া বাসায় রেখে উধাও স্বামী। এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে।
অভিযুক্ত স্বামীর নাম জাকারিয়া (২৭)। তিনি গুরুদাসপুর উপজেলার নাজির পুর ইউনিয়নের মো. ছলেমানের ছেলে।
ভুক্তভোগী নারী জানান, মোবাইলফোনে সম্পর্ক হওয়ার পর তারা দুজন বিয়ে করেন। সিরাজগঞ্জ সদরে কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে চড়পাড়া গ্রামে একটি বাসায় রেখে চলে যান জাকারিয়া।
ভুক্তভোগী নারী বলেন, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। তিনি আমাকে এখান থেকে নিয়ে যাক।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
বাড়ির মালিক শাহ আলম বলেন, আমার বাড়িতে বাসা ভাড়ায় ওঠেন জাকারিয়া। দুই দিনে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। আমার একটা ব্যাটারিচালিত অটোভ্যান, তাঁর স্ত্রীর কাছে থাকা ১৬ হাজার নগদ টাকা, একটা স্মার্টফোন ও কানের দুল নিয়ে চলে গেছে। এখনো ফিরে আসে নাই। তবে থানায় কোনো অভিযোগ দিইনি। পুলিশ এসেছিল তবে এখনো কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় কোনো অভিযোগ দেয়নি। আমার থানার ফোর্স পাঠিয়ে ছিলাম। এখনো সমাধান করা সম্ভব হয়নি। আশা করি সমাধান হয়ে যাবে।
পাবনার ঈশ্বরদীতে পেট্রল ঢেলে এক বিএনপি নেতার কম্বাইন হারভেস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান মিলনের বাড়িতে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরদী থানায় অভিযোগ
২ মিনিট আগেকক্সবাজারের পেকুয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজ এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মজিব (১৭)। আজ মঙ্গলবার পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। কিশোর মজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর
৪ মিনিট আগেনারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে
১০ মিনিট আগে