Ajker Patrika

লালপুরে শিয়ালের কামড়ে তিন গ্রামে সাতজন আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে শিয়ালের কামড়ে তিন গ্রামে সাতজন আহত

নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢুষপাড়া, উধনপাড়া ও অমৃতপাড়া মাঠে শিয়ালের আক্রমণে তারা আহত হয়। এ সময় গ্রামবাসী একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে।

আহত ব্যক্তিরা হলেন মাজদার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল আলী (৫০), রফিকুল ইসলাম (৩৫) ও কলিম উদ্দিন (৪৫)। আহত ব্যক্তিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন।

এদিকে শিয়ালের কামড়ের খবর ছড়িয়ে পড়ায় ঢুষপাড়া, রহিমপুর, আকবরপুর, উধনপাড়া, অমৃতপাড়া ও পাইকপাড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালের কামড়ে আহত ঢুষপাড়া গ্রামের বাসিন্দা মাজদার রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকালে জমিতে পাট কাটতে গেলে একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ করে।

পাশের গ্রামের বাসিন্দা মজিবুর রহমান বলেন, আখ খেতে কাজ করার সময় একটি শিয়াল খেতে ঢুকে তাঁকে কামড়ানো শুরু করে।

উধনপাড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ঢুষপাড়া দক্ষিণ মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ করে। তাতে তিনি গুরুতর আহত হয়েছেন।

এদিকে আকবরপুর মাঠে একটি শিয়াল কামড়াতে গেলে স্থানীয়রা ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিয়ালের কামড়ে আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরবর্তী চার ধাপে বাকি ভ্যাকসিনগুলো নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, বন্যপ্রাণীদের খাদ্যের অভাব দেখা দিলে তারা লোকালয়ে বেরিয়ে আসে। আবার হিংস্র প্রাণীদের আঘাত করলে তারা আরও হিংস্র হয়ে প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। এসব কারণ থেকেও তারা মানুষের ওপর চড়াও হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত