শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদের জন্য ছয়জন ইতিমধ্যে মাঠে নেমেছেন। এর মধ্যে ব্যবসায়ী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ছাত্রসমাজের এক নেতাও আছেন। তবে মাঠে নেই বিএনপি ও জামায়াতের কেউ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে গত ২৮ নভেম্বর মেয়র পদ থেকে পদত্যাগ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, শিবগঞ্জ পৌরসভায় ভোট হবে আগামী ৯ মার্চ।
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মান্নান শেখ, ব্যবসায়ী হামদান মন্ডল, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম -সম্পাদক রাসেল আহম্মেদ এবং উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোকাররম হোসাইন খোকন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহাব উদ্দীন শিবলী বলেন, ‘১৮ জানুয়ারি পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় একক প্রার্থী হিসেবে তৌহিদুর রহমান মানিকের নাম ঘোষণা করা হয়। আমাদের বিশ্বাস, এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।’
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল ও সংগঠন ৭ জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচন বয়কট করেছে। দেশের ৯৫ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন বর্জন করে এই অবৈধ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনসহ সব নির্বাচন থেকে আমরা বিরত থাকব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।’
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার শিবগঞ্জ পৌরসভা উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদের জন্য ছয়জন ইতিমধ্যে মাঠে নেমেছেন। এর মধ্যে ব্যবসায়ী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ছাত্রসমাজের এক নেতাও আছেন। তবে মাঠে নেই বিএনপি ও জামায়াতের কেউ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে গত ২৮ নভেম্বর মেয়র পদ থেকে পদত্যাগ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, শিবগঞ্জ পৌরসভায় ভোট হবে আগামী ৯ মার্চ।
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মান্নান শেখ, ব্যবসায়ী হামদান মন্ডল, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম -সম্পাদক রাসেল আহম্মেদ এবং উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোকাররম হোসাইন খোকন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহাব উদ্দীন শিবলী বলেন, ‘১৮ জানুয়ারি পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় একক প্রার্থী হিসেবে তৌহিদুর রহমান মানিকের নাম ঘোষণা করা হয়। আমাদের বিশ্বাস, এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।’
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল ও সংগঠন ৭ জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচন বয়কট করেছে। দেশের ৯৫ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন বর্জন করে এই অবৈধ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনসহ সব নির্বাচন থেকে আমরা বিরত থাকব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।’
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার শিবগঞ্জ পৌরসভা উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
২৭ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৪ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে