Ajker Patrika

ইচ্ছা ছিল পাবনা-২, ‘নির্দেশনায়’ এল ৩

­­শাহীন রহমান, পাবনা
আপডেট : ২৭ জুন ২০২৫, ২৩: ১৯
হাসান জাফির তুহিন। ছবি: সংগৃহীত
হাসান জাফির তুহিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।

ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।

‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।

‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’

তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত