ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
২৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
২ ঘণ্টা আগে