Ajker Patrika

জনতার হাতে সরকারি চাল নিয়ে ধরা পড়া কৃষক দল নেতা বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
সেলিম রেজা। ছবি: সংগৃহীত
সেলিম রেজা। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।

জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।

চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত