বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে সপ্তাহে দুই দিন গরু-ছাগলের হাট বসানো হয়।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর খেলাধুলার জন্য একমাত্র মাঠ এটি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বুড়িগঞ্জ হাটের জায়গা কম হওয়ায় অনেক বছর আগে থেকে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হয়। সপ্তাহের সোম ও শুক্রবার হাট বারে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল স্কুলমাঠে বিক্রির জন্য আনা হয়। মাঠে রাখা হয় গবাদিপশু পরিবহনের জন্য বিভিন্ন যানবাহন। গরু-ছাগলের মলমূত্র আর বৃষ্টির পানি মিশে মাঠ নোংরা হয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি হলেও সোমবার স্কুলে পাঠদান চলে। এদিন গরু-ছাগলের হাট বসায় শিক্ষক, শিক্ষার্থীদের স্কুলে প্রবেশসহ পাঠ কার্যক্রম ব্যহত হয়। নাম প্রকাশ না করার শর্তে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সোমবার গরু-ছাগলের হাট চলাকালে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। হাটে বিক্রি করতে আনা গরু ছুটে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতারাই হাট নিয়ন্ত্রণ করেন। হাটের জায়গা কম হওয়ায় স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হলেও
কেউ প্রতিবাদ করার সাহস পান না। গরু-ছাগলের হাটকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কয়েক বছর আগে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ভবনের সামনে অনেক উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্কুল থেকে মাঠ আলাদা করে ফেলা হয়েছে।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি চাকরিতে যোগদানের পর থেকেই স্কুলমাঠে গরু-ছাগলের হাট দেখে আসছি। তবে গত তিন বছর গরু-ছাগলের হাট স্কুলমাঠ থেকে স্থানান্তর করা হয়েছিল। গত বছরও কোরবানি ঈদের আগে স্কুলমাঠে হাট ছিল না। এবার আবার হাট বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, স্কুলমাঠে হাট বসানোর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে মাঠ কাদাপানিতে ভরপুর হয়ে থাকে। গবাদিপশুর সঙ্গে যানবাহন প্রবেশ করায় মাঠের মাঝখানে নিচু হয়ে পানি জমে থাকে। এ কারণে মাঠে খেলাধুলা করার পরিবেশ নেই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। স্কুলমাঠে গরু-ছাগলের হাটের বিষয়টি আমার জানা নেই।’
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘সরকারি পরিপত্র অনুযায়ী স্কুলমাঠে হাট-বাজার দোকানপাট বসানো নিষিদ্ধ। বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বাসানোর বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার শিবগঞ্জে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে সপ্তাহে দুই দিন গরু-ছাগলের হাট বসানো হয়।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর খেলাধুলার জন্য একমাত্র মাঠ এটি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বুড়িগঞ্জ হাটের জায়গা কম হওয়ায় অনেক বছর আগে থেকে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হয়। সপ্তাহের সোম ও শুক্রবার হাট বারে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল স্কুলমাঠে বিক্রির জন্য আনা হয়। মাঠে রাখা হয় গবাদিপশু পরিবহনের জন্য বিভিন্ন যানবাহন। গরু-ছাগলের মলমূত্র আর বৃষ্টির পানি মিশে মাঠ নোংরা হয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি হলেও সোমবার স্কুলে পাঠদান চলে। এদিন গরু-ছাগলের হাট বসায় শিক্ষক, শিক্ষার্থীদের স্কুলে প্রবেশসহ পাঠ কার্যক্রম ব্যহত হয়। নাম প্রকাশ না করার শর্তে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সোমবার গরু-ছাগলের হাট চলাকালে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। হাটে বিক্রি করতে আনা গরু ছুটে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতারাই হাট নিয়ন্ত্রণ করেন। হাটের জায়গা কম হওয়ায় স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হলেও
কেউ প্রতিবাদ করার সাহস পান না। গরু-ছাগলের হাটকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কয়েক বছর আগে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ভবনের সামনে অনেক উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্কুল থেকে মাঠ আলাদা করে ফেলা হয়েছে।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি চাকরিতে যোগদানের পর থেকেই স্কুলমাঠে গরু-ছাগলের হাট দেখে আসছি। তবে গত তিন বছর গরু-ছাগলের হাট স্কুলমাঠ থেকে স্থানান্তর করা হয়েছিল। গত বছরও কোরবানি ঈদের আগে স্কুলমাঠে হাট ছিল না। এবার আবার হাট বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, স্কুলমাঠে হাট বসানোর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে মাঠ কাদাপানিতে ভরপুর হয়ে থাকে। গবাদিপশুর সঙ্গে যানবাহন প্রবেশ করায় মাঠের মাঝখানে নিচু হয়ে পানি জমে থাকে। এ কারণে মাঠে খেলাধুলা করার পরিবেশ নেই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। স্কুলমাঠে গরু-ছাগলের হাটের বিষয়টি আমার জানা নেই।’
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘সরকারি পরিপত্র অনুযায়ী স্কুলমাঠে হাট-বাজার দোকানপাট বসানো নিষিদ্ধ। বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বাসানোর বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
২ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
২ ঘণ্টা আগে