চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে এক যুবক পড়ে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুরে এ ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।
ওই যুবকের নাম রনি বর্মণ (২২)। তিনি নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মণের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বর্মণ বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু নলকূপের মুখে কোনো ঢাকনা না থাকায় হঠাৎ রনি পাইপের মধ্যে পড়ে যান।
নলকূপটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। যার গভীরতা প্রায় ১৪০ ফুট। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল হক বলেন, ‘লোক-প্রযুক্তি যা আছে, সবগুলো ব্যবহার করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ইউনিটকে কল দেওয়া হয়েছে। তারা আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা চেষ্টা করছি যুবককে যেন জীবিত উদ্ধার করা যায়। প্রাথমিকভাবে বেঁচে থাকার আলামত পাওয়া গেছে।’
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকায় তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
পাইপের মুখে ঢাকনা না থাকার বিষয়ে তিনি বলেন, এখানে যদি কারও গাফিলতি থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পাইপের মধ্যে তাঁর শব্দ পাওয়া যাওয়ায় তিনি এখনো জীবিত আছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে এক যুবক পড়ে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুরে এ ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।
ওই যুবকের নাম রনি বর্মণ (২২)। তিনি নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মণের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বর্মণ বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু নলকূপের মুখে কোনো ঢাকনা না থাকায় হঠাৎ রনি পাইপের মধ্যে পড়ে যান।
নলকূপটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। যার গভীরতা প্রায় ১৪০ ফুট। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল হক বলেন, ‘লোক-প্রযুক্তি যা আছে, সবগুলো ব্যবহার করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ইউনিটকে কল দেওয়া হয়েছে। তারা আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা চেষ্টা করছি যুবককে যেন জীবিত উদ্ধার করা যায়। প্রাথমিকভাবে বেঁচে থাকার আলামত পাওয়া গেছে।’
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকায় তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
পাইপের মুখে ঢাকনা না থাকার বিষয়ে তিনি বলেন, এখানে যদি কারও গাফিলতি থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পাইপের মধ্যে তাঁর শব্দ পাওয়া যাওয়ায় তিনি এখনো জীবিত আছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা
৪ মিনিট আগেকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
১১ মিনিট আগেজন্মগতভাবে প্রতিবন্ধী সেই মানিক পা দিয়ে লিখে এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন। পাবলিক পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও পা দিয়ে লিখে সফলতা পেয়েছেন তিনি।
১৫ মিনিট আগেরাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
৩৩ মিনিট আগে