Ajker Patrika

অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৬: ৫৮
অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত

বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শাহাবুল সরকার (৩৮)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফ উদ্দিন রেলগেট এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শাহাবুল সরকার সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচি উপলক্ষে মহাসড়কে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছিলেন শাহাবুল। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ এলাকার বিপুল মিয়ার ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। 

পথে শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপুল হাসপাতাল ছেড়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই শাহাবুলের স্বজনেরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত