Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা বাসের, নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪: ২০
দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা বাসের, নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতেরা হলেন বাসের সহযোগী নাম বাবু মিয়া (২৪) ও বাসযাত্রী মাহাবুব তালুকদার (৩৮)। মাহাবুব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আদমদীঘি উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিয়াম পরিবহন নামের একটি বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল দুটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বাসের ধাক্কায় সামনের আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসের সহকারী ও বাসযাত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত