Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১ 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪: ৪৬
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১ 

নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. হারুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আজ শনিবার সকালে জয়পুরহাট র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার জিধিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি জিধিরপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান, ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং নিয়োগপত্র দেন হারুনুর রশিদ। চাকরিতে যোগ দিতে গিয়ে ওই প্রার্থী তাঁর নিয়োগপত্রটি ভুয়া জানতে পারেন। পরে ওই প্রার্থী জয়পুরহাটের র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত