সিরাজগঞ্জ প্রতিনিধি
গাড়ির ছাদ খুলে ভিডিও ধারণ করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রবিউল আজিম তনু স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৮১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ব্লগার আর এস ফাহিমের ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতেন।
অনেকে বলছেন, তনু টিকটক করার সময় ব্রিজের পাইপে ধাক্কা খেয়ে মারা গেছেন। এ প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘তনু টিকটক করতে যায়নি। সে শুটিংয়ের ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখন তাকে টিকটকার বানিয়ে গুরুতর একটা ঘটনাকে তুচ্ছ–তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। এটা দুঃখজনক।’ কারও অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটির তদন্তেরও দাবি জানান তিনি।
গাড়ির ছাদ খুলে ভিডিও ধারণ করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রবিউল আজিম তনু স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৮১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ব্লগার আর এস ফাহিমের ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতেন।
অনেকে বলছেন, তনু টিকটক করার সময় ব্রিজের পাইপে ধাক্কা খেয়ে মারা গেছেন। এ প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘তনু টিকটক করতে যায়নি। সে শুটিংয়ের ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখন তাকে টিকটকার বানিয়ে গুরুতর একটা ঘটনাকে তুচ্ছ–তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। এটা দুঃখজনক।’ কারও অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটির তদন্তেরও দাবি জানান তিনি।
ফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগেবেলা তখন ১টা ১৫ এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
১১ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ায় ভেতরে থাকা
২২ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২২ মিনিট আগে