নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
দাবিগুলো হলো—ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসির যে সাবজেক্ট কোড, তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভেতর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি।
আমরা স্মারকলিপি দিলে শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো সদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয়, তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সঙ্গে অন্য কিছু যুক্ত করতে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
দাবিগুলো হলো—ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসির যে সাবজেক্ট কোড, তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভেতর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি।
আমরা স্মারকলিপি দিলে শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো সদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয়, তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সঙ্গে অন্য কিছু যুক্ত করতে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।’
চট্টগ্রাম নগরে বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরমে কিছুটা হলেও আরাম পাচ্ছে নগরবাসী। তবে বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে নগরের পতেঙ্গা আবহাওয়া অফিস।
৮ মিনিট আগেসিলেটের বিয়ানীবাজারে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সায়েম আহমদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেকজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনার চালাকি সবাই বোঝে, শুধু আপনি বোঝেন না। নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, জনগণের অধিকার তাদের ফিরিয়ে দিন।’
১৪ মিনিট আগেডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
২৯ মিনিট আগে